Sylhet Ambulance Service in Bangladesh:

Sylhet Ambulance Service in Bangladesh

এসি এ্যাম্বুলেন্স সার্ভিস:
এসি এ্যাম্বুলেন্সে সাধারনত রোগী বা লাশের সাথে ৭/৮ জন লোক যাওয়ার সুযোগ আছে। নন-এসি এ্যাম্বুলেন্সের তুলনায় এসি এ্যাম্বুলেন্সের মান ভাল হয়। গরমের সময় এসি ব্যবাহারের সুবিধা যাতে সাধারন মানুষ ভাল থাকে এবং রোগী ও লাশের জন্য খুব ভাল।

নন-এসি এ্যাম্বুলেন্স সার্ভিস:
নন-এসি এ্যাম্বুলেন্সে সাধারনত রোগী বা লাশের সাথে ৭/৮ জন লোক যাওয়া যাবে তবে এসি ব্যবহার করার সুযোগ নেই। নন-এসি এ্যাম্বুলেন্স এসি গাড়ীর মতই বাকি সুবিধা সমূহ উপভোগ করতে পারবেন। নন-এসি গাড়ীর ভাড়া এসি গাড়ীর তুলনায় সামান্য কিছু টাকা কম হয়।

লাশবাহী ফ্রিজার ভ্যান ও  এ্যাম্বুলেন্স সার্ভিস:
লাশবাহী ফ্রিজার ভ্যান বা এ্যাম্বুলেন্স সাধারনত লাশ বেশি দুরদুরন্তে পরিবহন এবং বেশি সময় সংরক্ষনের জন্য ব্যবহার করা হয়। লাশ পরিবহনে ফ্রিজার ভ্যান ব্যবহার করলে লাশের কোন প্রকার ক্ষতি হয় না। তাই বিদেশ হতে আগাত লাশের জন্য ফ্রিজার গাড়ী ভাল।
লাশবাহী ফ্রিজার গাড়ীর সাথে ২ জন লোক যাওয়ার ব্যবস্থা আছে। আমাদের রয়েছে উন্নত মানের জাপানের ডায়না ফ্রিজার ভ্যান ও এ্যাম্বুলেন্স।

আই সি ইউ এ্যাম্বুলেন্স:
আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্স পরিষেবাটি সিলেট থেকে বাংলাদেশের যেকোনো প্রান্তে এবং সুদক্ষ চালক নিয়ে এ্যাম্বুলেন্স সার্ভিস সিলেট ২৪ ঘন্টা প্রস্তুত। এরকম একটি অ্যাম্বুলেন্স হল আইসিইউ অ্যাম্বুলেন্স পরিষেবা।