খাবার শেষে কোন কাজ করা উচিৎ নয়
আমরা যা খাই, তার প্রভাব পড়ে আমাদের শরীরে। নিয়ম মেনে খাবার খেলে স্বাস্থ্যের উন্নতি হয়, তেমনই নিয়ম না মেনে ভুল খাদ্য অভ্যাস স্বাস্থ্যের অবনতি ঘটায়:
#ভাত কিংবা ভারী খাবার খাওয়ার পর ঘুমাতে যাবেন না, এতে খাদ্য হজমের ব্যাঘাত ঘটে। যার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়।
#পেট ভর্তি ভাত রুটি কিংবা অন্য খাবার খাওয়ার পর ফল খাবেন না। এতে আপনার পেটে গ্যাস হওয়ার সম্ভবনা থাকে। ফল খাওয়ার ইচ্ছে থাকলে ঘন্টা খানিক পর খাওয়ার চেষ্টা করবেন।
#সিগারেট পান করা একটা বদঅভ্যেস, ভাত খাওয়ার পর কখনো সিগারেট খাবেন না। একটা সিগারেট খাওয়ার পর যে পরিমাণ ক্ষতি হয় ভাত খাওয়ার পর সিগারেট খেলে তার থেকে দশ গুণ বেশি ক্ষতি হয়। সম্ভব হলে সিগারেটের মতো বদঅভ্যেস ত্যাগ করুন এতে আপনি আর্থিক ও শারিরীক ভাবে লাভবান হবেন।
#ভাত খাওয়ার পর কখনো লুঙ্গি, পাজামা, ও প্যান্টের বেল্ট ও বাঁধ খুলবেন না, এতে পাকস্থলী থেকে মলদ্বার পর্যন্ত খাদ্যনালীর নিম্নাংশ বেঁকে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে।
#খাবার তাড়াতাড়ি করে খেলে বেশী খাওয়ার ভয় থাকে, এতে ওজন বাড়ে এবং হজমে সমস্যা হয়। তাই খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়া উচিৎ।
#ভাত খাওয়ার পর চা পান করবেন না। কারণ চায়ের মধ্যে টনিক এসিড আছে যার ফলে প্রোটিনের পরিমাণ বেড়ে যায়, বেড়ে যাওয়া প্রোটিন তখন হজম করতে অনেক সমস্যা ও সময় নেয়।
#ভাত খাওয়ার পরপরই গোসল করবেন না গোসলের পর দেহে রক্ত চলাচল বেড়ে যায় তারপর হজমে সমস্যা হতে পারে।
#ভাত খাওয়ার পর হাঁটাহাঁটি উচিৎ তবে তা খাবার খাওয়ার কিছুক্ষণ পর কারণ এতে শরীরের ডাইজেস্টিভ সিস্টেম খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণে অক্ষম হয়ে পরে।
#রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন, এতে স্ট্রোক ও হ্যার্ট এ্যাটাকের ঝুঁকি কমবে।
#গোসলের আগে পানি পান করুন তা রক্তের চাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
‘ইমার্জেন্সি করোনা রেসপন্স টিম’ হেল্পিং হ্যান্ডস, সিলেট
সিলেট মহানগর ১-৯নং ওয়ার্ড এলাকার করোনা আক্রান্ত অস্বচ্ছল পরিবারের কেউ সাহায্য সহযোগীতার জন্য, ‘ইমার্জেন্সি করোনা রেসপন্স টিম’ এর সাথে নিম্ন মোবাইল নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
১/ তাহের মোবাইল:- ০১৭৭৮২০৭৭২৩
২/ এমদাদ মোবাইল:- ০১৭১৫২৯৪১৯০ Read More
বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা প্রতিরোধে ১৩ টিপস
করোনা ভাইরাস এমন একটি জুনেটিক রোগ, যার লক্ষণগুলোর মধ্যে রয়েছে ফ্লু, কাশি, সর্দি, গলাব্যথা, জ্বর, মাথাব্যথা, হাঁচি ও ক্লান্তি। গুরুত্বর ক্ষেত্রে লক্ষণগুলো হলো–নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া। আর এসবের শেষ পরিণতি মৃত্যু।
এদিকে দ্রুত সংক্রমণশীল করোনা ভাইরাস থেকে সুরক্ষা টিপস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
টিপসগুলো মানলে প্রাণঘাতী এই ভাইরাস থেকে নিজেকে সুরক্ষা করতে পারেন পাঠকরা–
করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণের নিজেই নিজের পরীক্ষা করুন
COVID-19 ভাইরাস বিভিন্ন লোকের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে থাকে। আক্রান্ত হওয়া বেশিরভাগ মানুষই হালকা থেকে মাঝারি মানের অসুস্থতা অনুভব করবেন এবং হাসপাতালে ভর্তি না হয়েও সুস্থ হয়ে উঠবেন।
সবচেয়ে সাধারণ উপসর্গসমূহ:
- জ্বর,
- শুকনো কাশি,
- ক্লান্তিভাব