এ্যাম্বুল্যান্সের সামনে “Ambulance” শব্দটি উল্টো করে কেন লেখা থাকে?

একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকে, এ্যাম্বুলেন্সের সামনেই ‘এ্যাম্বুলেন্স’ শব্দ ইংরেজিতে উল্টো করে লেখা থাকে। এ নিয়ে অনেকের প্রশ্ন আছে। জানেন কি? কেন এভাবে লেখা থাকে?

আসলে আমরা আয়নায় কোন জিনিসের প্রতিবিম্ব আনুভূমিক ভাবে উল্টো দেখি। যেমন আয়নায় আমাদের ডান হাত হয়ে যায় বাম হাত। তেমনি কোন শব্দের প্রতিবিম্বও আমরা উল্টো আকারে দেখি। যেটা ডান থেকে শুরু হয় সে দেখি বাম থাকে। তাই উল্টো অক্ষরের ‘এ্যাম্বুলেন্স’ শব্দটি সামনের কোন গাড়ির লুকিং গ্লাসে প্রতিফলিত হলে গাড়ির ড্রাইভারকে সঠিক অক্ষরের ‘এ্যাম্বুলেন্স’ দেখায় যাতে সে এ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছেড়ে দিতে পারে।

এখন অনেকে বলতে পারে অ্যাম্বুলেন্সের হর্ণ তো বিশেষ ধরনের, শব্দ শুনেও তো বুঝার কথা যে এ্যাম্বুলেন্স আসছে। কিন্তু এমন জরুরি বিষয়ে আমরা শুধু শ্রবণ শক্তির উপর নির্ভর করতে পারি না, শ্রবণ-দৃষ্টি উভয়কেই কাজে লাগনোর জন্যই এই প্রয়াস।

শেয়ার করুন