সিলেটে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন বাস টার্মিনাল

নগরীর কদমতলী নামক স্থানে পুরাতন বাস টার্মিনালের জায়গায় ৮একর জমির উপর, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৬৩কোটি টাকা ব্যায়ে নির্মাণ হলো আধুনিক টার্মিনাল!
শহরের যানজট সমস্যা দীর্ঘদিনের, এই জটিল সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে, পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী এবং পর্যটকদের সুবিধাত্বে উপমহাদেশের মধ্যে সেরা টার্মিনাল নির্মাণ হলো সিলেটে!

 

এটি দেশের সবচেয়ে আধুনিক বাস টার্মিনাল হবে জানিয়ে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘চালু হওয়ার পর এ টার্মিনালই হবে দেশের সবচাইতে দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধা সংবলিত বাস টার্মিনাল। এখানে যাত্রীদের বিশ্রাম নেয়ার পাশাপাশি প্রাথমিক চিকিৎসার জন্য চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। এছাড়া প্রত্যেক রুট অনুযায়ী থাকবে আলাদা বাস পার্কিং জোন, এন্ট্রি ও এক্সিটের ব্যবস্থা।’

টার্মিনালে যাত্রীরা আধুনিক ও উন্নতমানের সব সেবা পাবেন উল্লেখ করে মেয়র আরও বলেন, ‘টার্মিনালটি চালু হওয়ার পর এ এলাকার চেহারা পাল্টে যাবে’ !

নতুন এই টার্মিনালের নকশা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তিন শিক্ষক সুব্রত দাশ, রবিন দে এবং মোহাম্মদ জসিম উদ্দিন।

শেয়ার করুন